অদম্য পাঠশালা ও শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের উদ্যোগে আজ ১৩ আগস্ট ২০২১ সকাল ১০টায় মাগুরা শহরের পশ্চিম দোয়ারপাড় এলাকায় “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচি পালিত হয় ।
সারাদেশে করোনা মহামারির মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ । ডেঙ্গু প্রতিরোধে প্রধানত প্রয়োজন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া ইত্যাদি ।
বর্তমানে বর্ষাকাল অর্থাৎ এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রজননকাল। এ সময় থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, বাসার ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার এবং ফ্রিজ-এসির পরিষ্কার পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশা জন্মে। তাই পরিষ্কার পানি জমে থাকলে তা ফেলে দিতে হবে। ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান আয়োজকরা ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অদম্য পাঠশালা ও শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, অভিভাবক খোকন মোল্লা, সাংবাদিক ও অভিভাবক রূপক আইচ, অদম্য পাঠশালার শিক্ষক ভবতোষ বিশ্বাস জয়, মোঃ সোহেল, প্রিয়া বিশ্বাস, কেয়া বিশ্বাস এবং শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের সদস্যগণ প্রমুখ।