রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে গত শুক্রবার। কমিটেতে মাগুরা মেয়ে সুম্মিতা পান্ডে ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হয়েছেন । সুম্মিতা পান্ডে ইডেল মহিলা কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।
সুম্মিতা পান্ডে মাগুরা পৌর এলাকার সাতদোহা পাড়ার স্বপন পান্ডের মেয়ে।
সুম্মিতা পান্ডের বাবা স্বপন পান্ডে জানান, আমার মেয়ে ছাত্র জীবন থেকে রাজনীতর প্রতি ছিলো অগাধ টান। এটা থেকে তার রাজনীতে জড়িয়ে পড়া। তার এই পদ আমাকে অনেক সম্মানিত এবং আনন্দদিত করেছে। আমি তার মঙ্গল কামনা করি।
ইডেন কলেজ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৯ সালের ২৪ জুলাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।