মাগুরায় শুরু হলো জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ (বালক, বালিকা) ফুটবল টুর্নামেন্ট
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে ১২ জুন শনিবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ-১৭ চ্যাম্পিয়ন শিপের খেলা শুরু হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম খেলার শুভ উদ্বোধন করেন।
খেলায় মোট জেলার চারটি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় সকাল ১০টায় অংশগ্রহণ করেন মাগুরার শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ এবং মাগুরা সদর উপজেলা ফুটবল একাদশ। খেলার শুরুতে মাগুরা ফুটবল একাদশ এর প্লেয়াররা মুহুর্মুহু আক্রমণে শ্রীপুর ফুটবল একাদশের রক্ষণভাগকে পুরো নিজেদের করে ফেলে। খেলার ১৮ মিনিটে মাগুরা সদর উপজেলার সুজন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় এবং খেলার ৪০ মিনিটে দলকে আরেকটি গোল করে এগিয়ে নিয়ে যায় মাগুরা সদর উপজেলা ফুটবল একাদশের একরামুল হোসেন। দু গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলার নিষ্পত্তি হয়।
পরে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ মাগুরা সদর ফুটবল একাদশ সাথে তুমুল লড়াই এর সূচনা করেন। পরে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ খেলার শেষ ৪ মিনিট আগে রায়হান একটি গোল করে দলকে সমতা ফেরানোর চেষ্টা করে। খেলার বাকি অংশে আর শ্রীপুরে একাদশ গোল না দিতে পারায় ২-১ গোলে মাগুরা সদর ফুটবল একাদশ বিজয়ী হয়।
উদ্বোধনী খেলার দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মোহাম্মদপুর উপজেলা ফুটবল দল তারা ৩ – ০ গোলে শালিখা উপজেলা দলকে পরাজিত করে।
খেলা শুরুর ২ মিনিটে মোহাম্মদপুর উপজেলা ফুটবল দলের পক্ষে ৯ নম্বর জার্সি পরিহিত রাব্বি প্রথম গোলটি এনে দেন। প্রথমার্ধের খেলা ১- ০ তে থেকে বিরতিতে চলে যায়।
পরে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে মোহাম্মদপুর একাদশের প্লেয়ার রাব্বির পাসে দ্বিতীয়তম গোলটি করেন ১৪ নম্বর জার্সি পরিহিত জিৎ। পরে আবারো মোহাম্মদপুর একাদশের বদলি প্লেয়ার হিসেবে ১৭ নম্বর জার্সি পরিহিত সাকিব দলকে তৃতীয়তম গোলটি এনে দেন।
বিকাল ৪টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ-১৭ (বালিকা) ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।