এক দিনের ব্যবধানে মাগুরা মহম্মপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক প্রজ্ঞাপনে মাগুরা মহম্মপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি পুরাতন কমিটি স্থগিত করেকরে তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয় কার্যনির্বাহী সংসদ। কিন্তু এই কমিটির কার্যক্রম স্থায়ী হয়নী। এক দিনের ব্যবধানে কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ১৯ই মে এই নিদের্শনা প্রদান করেন এবং দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সাক্ষরিত এক বিজ্ঞতিতে এ কমিটির কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।
উল্লেখ্য, মাগুরা মহম্মপুর উপজেলার মাগুরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে ১৮ই মে ৩ বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।