জাতীয় তামাক মুক্ত দিবসে মাগুরায় অবস্থান কর্মসূচী পালন হয়েছে । মঙ্গলবার (১১ অক্টবর) মাগুরা-ঝিনাইদহ সড়কে স্টেডিয়াম গেট এলাকায় ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) ,মাগুরা ।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ড ফর এ রেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা এনজিও অ-অর্ডিনেটর আব্দুল হালিম,ইতিহাস গবেষক ডা.তাসুকুজ্জামান,আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু,মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক তানভির রহমান উজ্জল,মো: শাহিদুজ্জামান,মো: খায়রুল আলম,ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস,নারীনেত্রী ফাতেমা খাতুন ও রিজিয়া খাতুন প্রমুখ । সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তামাক কোম্পানীর সামাজিক দাংবদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা,প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ,ধুমপানের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে নানা সুপারিশ তুলে ধরা হয় । এ অবস্থান কর্মসূচীতে বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ,শিক্ষক,ইমাম,ব্যবসায়ী,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন ।