মাগুরায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে । এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাগুরা শাখা গতকাল রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে ।
নাগরিক সংলাপে সুজন মাগুরা শাখার সাধারণ সম্পাদক খান শরাফত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগের সম্বনয়কারী গিয়াস উদ্দিন । নাগরিক সংলাপে মুক্ত আলোচনায় অংশ নেন মাগুরা জেলার ইতিহাস গবেষক ডা: তাসুকুজ্জামান ,সাংবাদিক এম এ হাকিম ও মোখলেছুর রহমান প্রমুখ । সংলাপে শুদ্ধাচার কী,সুশাসন ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ধারনা,রাষ্ট্র,সমাজ,পরিবার ও ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচারের করণীয় বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন । অনুষ্ঠানে আইনজীবী,শিক্ষক,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।