মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের ধলহরা পাঝাখোলা নামক স্থানে মঙ্গলবার (১৪ই ডিসেম্বর ২০২১) সকাল ১১ টায় সড়ক দূর্ঘটনা দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরো ২০ যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে যানা যায়, আজ সকালে মহম্মদপুর ডাঙ্গাপাড়া থেকে মাগুরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাসটি সদরের ধলহরা পাঝাখোলা নামক স্থানে এসে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে গিয়ে আঘাত করে। এ ঘটনায় বাসা থাকা দুই জন যাত্রী ঘটনা স্থলে নিহত হন। নিহতরা হলেন মাগুরা সদরের চাঁদপুর গ্রামের মৃত কাবিল বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস (৫০) ও চাঁদপুর মোল্যা পাড়া এলাকার সব্দুল মোল্যার ছেলে গোলাম নবী মোল্যা (৬০)। পরে আহতদেরকে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে আসেন।
মাগুরা সদরের ইমারজেন্সি বিভাগরে দায়িত্বে থাকা ডা. ওমর প্রসাদ জানান, আমাদের এখানে আনার আগেই ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়েছে। অন্যযার আহত হয়েছেন তাদের মধ্যে ৬ জনের অবস্থা আসংখ্যা জনক।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আছে রাস্তার পাশে
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আহতদের মধ্যে চাঁদপুর গ্রামের টিটো মোল্যা, গোয়ালবাথান গ্রামের সত্তার, গবরনাদা গ্রামের কামরুল, শত্রুজিৎপুরের সজিব ভৌমিক, চাঁদপুর গ্রামের বাচ্চু, খাঁনপুর গ্রামের সাদিয়া খাতুন, হাজরাপুর গ্রামের রেজাউল ইসলাম, নড়সিংহাটি গ্রামের আবু বক্কার, শত্রুজিৎপুরের উজ্জল, সজীব, মিজানুর সহ আরো অনেকেই চিকিৎসা নিচ্ছেন হসপিটালে।
পুলিশ ও নিহতের স্বজনের জানান, সকালে মৃত্যুর সংবাদ পেয়ে তারা মাগুরা পৌর এলাকার পারলা গ্রামে আসছিলেন। পথিমধ্যে তারা পাঝাখোলা নামক স্থানে আসলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে গিয়ে সজরে আঘাত করে। ঘটনার সময় দোকানটি বন্ধ থাকলেও গাড়িতে থাকা যাত্রীদের সবাই আহত হন। এর মধ্যে গুরুতর দেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে থাকা দুই জনই ঘটনাস্থলে মারা যান।
নিহত দুই জনই মাগুরা পারলা এলাকায় সাত্তার খাঁন নামের এক আত্নিয়ের নামাজে জানাযার জন্য আসতেছিলেন।
এ বিষয়ে সাত্তার খাঁনের ছেলে শফিকুল ইসলাম জানান, আমার বাবা আজ সকাল ৮ টার দিকে বাধ্যক্য জনিত কারনে মারা গেছেন। আমার বাবার জানান আজ আসর বাদ হবার কথা ছিলো। জানার নামাজে আসার জন্য তারা আমাদের বাড়িতে আসতেছিলেন। কিন্তু এমন একটি ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনী।