প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াই মুভস প্রজেক্ট এর আওতাই চার দিনব্যাপী সিপিএম প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল সকালে ঢাকা গোল্ডেন ইন হোটেলের হলরুমে চারদিন এই প্রশিক্ষণ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যা চলমান থাকবে ১৮ মে পর্যন্ত।
প্রশিক্ষণে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রজেক্ট এর সহযোগিতায় ওয়াই-মুভস ৪ দিনব্যাপী শুরু করার জন্য দুর্দান্ত পদক্ষেপ নিয়ে গত ১৫ মে শুরু করে ১৮ মে পর্যন্ত সিটিএম প্রশিক্ষণের প্রথম ব্যাচ প্রশিক্ষণ গ্রহণ করবে। বিভিন্ন ১৫ টি প্রান্তিক গোষ্ঠী, যুব নেতৃত্বাধীন সংগঠন এবং জাতীয় অংশীদার থেকে ৩২ জন অংশগ্রহণকারী (২৫ জন পুরুষ এবং ৭ জন নারী) এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। অবশিষ্ট অংশীদারের দল ২২-২৫মে, পর্যন্ত এই প্রশিক্ষণ গ্রহণ করবে।
এই সিটিএম প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এসআর এইচআর,লিড ডাঃ ফেরদৌসী বেগম,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিএসই উপদেষ্টা সৈয়দ মোঃ নুরুদ্দিন,এসআরএইচআর ওয়াই-মুভস প্রকল্পের বিশেষজ্ঞ নিলুফা নার্গিস পূর্বাশা, ইয়েস বাংলাদেশ এর সভাপতি শামীম আহমেদ প্রমুখ।