ঢাকার ধানমন্ডি স্টুডিও জয়াতে গত মঙ্গলবার (২৪ আগস্ট) স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলের ১ লক্ষ সাবস্কাইবার পূর্ণ হওয়াই সম্প্রতি সিলভার বাটন পেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা। এ অর্জনের আনন্দকে ভাগ করে নিতে স্টুডিও জয়ার ধানমন্ডি কার্যলয়ে সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখদেরকে ও পরিবারের সদস্যদেরকে নিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেন সকলে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বরঙের সত্ত্বাধিকারী বিপ্লব সাহা, সাংবাদিক ও গীতিকার রেজাউর রহমান রিজভী, সঙ্গীতশিল্পী টি ডব্লিউ সৈনিক, নওরীন শার্লিন শরীফ, গীতিকার কনা চৌধূরী, কন্ঠশিল্পী ইউসুফ রিয়াদ, সপ্নীল পলাশ,সুমন কুমার সহ আরো অনেকে।
জনপ্রিয় সুরকার রাজন সাহা বলেন, স্টুডিও জয়ার সিলভার বাটন পাওয়া কৃতিত্ব কেবল আমার একার নয় এই অর্জন সকলের প্রচেষ্টায় মাধ্যমে হয়েছে। ধন্যবাদ জানায় যারা আমাকে এগোতে সহযোগিতা করেছেন।
রাজন সাহার সুর ও সঙ্গীতে এপার ও ওপার বাংলার অনেক নাম করা শিল্পি গান গেয়ে দর্শকদের মন কেড়েছেন।