নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত হরতালের প্রচার মিছিলে ছাত্রলীগের হামলা হয়েছে বলে দাবি করেন মিছিলে থাকা নেতা কর্মীরা।
চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ২৮ মার্চ ২০২২ দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল পালনের আহ্বান জানিয়েছে। বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে হরতালের প্রচার মিছিল ২৭ মার্চ ২০২২ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোডের কাছাকাছি গেলে ছাত্রলীগ হামলা চালায়। মাইক ভাঙচুর করে, মাইকের সেটবক্স ও মাইক্রোফোন নিয়ে চলে যায়। এ সময় ব্যানার ও মাইক নিয়ে ধস্তাধস্তি হয়। মিছিলে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা ।
নেতৃবৃন্দ এ সকল হামলা উপেক্ষা করে জনগণের জীবন রক্ষার এই হরতাল সফল করার আহ্বান জানান।