মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের মসজিদের ভেতর পাখি মাষ্টারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ।
২১ জুন সোমবার, সকাল ১১ টায় মহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত পাখি মাস্টার ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে এবং পলাশবাড়িয়া উত্তর-পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কমরত ছিলেন। শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সভাপতি এম রেজাউল করিম চুন্নু, সাধারন সম্পাদক শরিফ মো: মাহাবুবুর রহমান, আর এস কে এইস ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক কে এম নাসিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক ইউনুস আলী সর্দার , প্রধান শিক্ষক মো: আলিমুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মসজিদের ভেতরে একজন শিক্ষককে নৃশংস ভাবে খুনের এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। মানববন্ধনে শিক্ষকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে শিক্ষক পরিবারের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য ,পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার বিকালে আসরের নামাযের সময় পাখি মাষ্টারকে মসজিদের ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ।
মহম্মপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় আজ থানায় মামলা হয়েছে। নিহেতের স্ত্রী শাহিদা বেগম ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ আগেই ৩ জনকে আটক করে।
থানা শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যার ঘটনায় তার স্ত্রী শাহিদা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামী করে সোমবার সকালে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৭।