1. dainikmagura@gmail.com : magura :
পীরগঞ্জে উপজেলা আনসার ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন

পীরগঞ্জে উপজেলা আনসার ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৩৬ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ, পিভিএমএস। পীরগঞ্জ নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বাংলার মাটি ও মানুষের স্বার্থে আনসার ভিডিপি বাহিনীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি জনাব সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের আলোকবর্তিকা। এ বাহিনীর তৃণমূল প্রশিক্ষিত জনশক্তি সদস্য সদস্যারাই হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগরি হস্তশক্তি।

দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে এর সদস্য-সদস্যারা জাতীয় আর্থসামাজিক উন্নয়নে সর্বত্র দায়িত্ব পালন করে আসছে।দেশ ও জাতির ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে আনসার ভিডিপির অনস্বীকার্য অগ্রণী ভূমিকা আজ বহুল প্রশংসনীয়। বিধায় দেশব্যাপি শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র প্রশংসিত অবদানের জন্য এ বাহিনীর সুনাম আজও অক্ষুণ্ণ ও সর্বজনীন সমাদৃত।

এ বাহিনীর অর্জনের চেয়ে প্রাপ্তি কম এবং ভোগের চেয়ে ত্যাগের আনন্দে বাহিনীর সদস্য সদস্যাগণ তৃপ্তিত। সেজন্যই নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠি তথা দেশ ও জাতির স্বার্থে এ বাহিনীর সদস্য সদস্যাবৃন্দ প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি জাতীয় আর্থসামাজিক গণোন্নয়ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন তথা উন্নত ও সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববরেণ্য লিডারশীপ, আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বর্তমান যে মিশন ও ভিশন তা বাস্তবায়নে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের প্রতি উদাত্ত আহবান জানান।

সেইসাথে তিনি মানুষের মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সহিত সকলের নৈতিক ও পবিত্র দায়িত্ব কর্তব্য পালনের জন্য তৃণমূল পর্যায়ে নিয়োজিত বাহিনীর উন্নয়নকর্মীদের নির্দেশ দেন।

পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মুক্তার রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বাহিনীর ভূয়সী প্রশংসা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ও রংপুর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, সাপ্তাহিক বজ্রকণ্ঠের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুলতান আহমেদ সোনা, আনসার ভিডিপি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, স্বাগতিক উপজেলা আনসার ভিডিপি অফিসার খাদিজা খাতুন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, প্রতিবেদন পাঠক আনসার কমান্ডার রাশেদুল ইসলাম ও ভিডিপি লিডার এসমোতারা বেগম প্রমূখ।

সমাবেশ শেষে প্রধান অতিথি ভাল কাজে বিশেষ অবদান রাখার জন্য সদস্য সদস্যাদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্য-সদস্যাবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট উপজেলার বহিঃবিভাগীয় কর্মকর্তাগণ ও স্থানীয় সমাজসেবক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )