মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সদর উপজেলার ১০ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।তাছাড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সদর উপজেলার ১২ জন অসহায়,দু:স্থ মহিলার প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার মোবাইলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
রবিবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আশরাফুল আলম উপস্থিত থেকে সদর উপজেলার ১০ জন দরিদ্র মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জেলা শিশু কর্মকর্তা আহম্মদ আল হোসেন উপস্থিত ছিলেন ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস কর্মকর্তা শাহীনুর রহমান জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলায় দরিদ্র মহিলাদের মাঝে ৬টি করে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ জন অসহায়,দু:স্থ মহিলার প্রত্যেককে ২ হাজার টাকা করে মোবাইলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।