বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত বকস নওদারের ছেলে।
পারিবারিক সুত্রের জানা যায়, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশিম জানান, সন্ধ্যার দিকে বাড়ি পার্শ্ববতী মাঠে গরুর খাস কাটার জন্য কাজ করছিলেন তিনি। এ সময় বৃষ্টির শুরু হলে হঠাৎ বজ্রপাতে আহত হয়ে ঘটনা স্থলে মার জান তিনি। পরে তার সাথে থাকা অন্য কৃষকরা মৃত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।