মাগুরা মহম্মদপুর উপজেলার মাগুরা-মহম্মপুর আঞ্চলিক সড়কের বেথুলিয়া নামক স্থানে” ৬ জুুুন রবিবার সকাল ৭টায় মস্তক ও পা বিহীন মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলা বিনোপুর ইউনিয়নের বেথুলিয়া একটি পুকুরে বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসি। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে এসে বস্তাটি উদ্ধার করে বস্তাটির মুখ খুলে ভিতরে থাকা মস্তক ও পা বিহীন মরাদেহটি দেখতে পান। পরে পুলিশ অনেক খোঁজা খুঁজির পর রাস্তার পাশে মৃতদেহটির একটি পায়ের সন্ধ্যান পান। তবে পুলিশ এখন পযন্ত লাশটির মাথা উদ্ধার করতে পারেনী।
পুলিশ জানায়, স্থানীয় এলাকাবাসি লাশটির পরিচয় সনাক্ত করেছে। মৃত দেহটি মোঃ আজিজুর রহমাস (৩০) তিনি মৃত মুজিবর রহামানের ছেলে।
এলাকাবাসি জানান, নিহত আজিজুর ছোট বেলা থেকে তার নানা বাড়িতে মানুষ হয়েছে। নিতহ ব্যাক্তি বানিয়াবহু গ্রামের আবুল কাশেমর নানী ছেলে। আজিজুর রহমানের সাথে মাগুরা সদর উপজেলার ইছাকাদা গ্রামের আলতাব উদ্দিনের মেয়ের সাথে বিবাহ হয়। তাদের ঘরে এক বছরের একটি পূত্র সন্তান রয়েছে।
এ বিষয়ে মহম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, লাশের সুরতাহাল চলছে। মরাদেহটির পরিচয় মিলেছে। পরিবার অভিযোগ দিলে মামলাটি মাগুরা সদর থানা অথবা মহম্মপুর থানায় হবে। তিনি জানান,
ধারণা করা হচ্ছে দূর থেকে লাশটি টুকরো করে গাড়িতে এনে ঔই স্থানে ফেলে রেখে গেছে। এর সাথে জড়িতদের সাড় দেওয়া হবে না