মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রাম থেকে গাঁজার গাছ সহ- বাবু নামের এক কৃষককে আটক করেছে পুলিশ। আটককৃত বাবু (৩৬) খলিশাখালী গ্রামের মৃত কওসার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু তার নিজ গ্রামে বেগুন ক্ষেতের মধ্যে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ গোপনে চাষ করে আসছিলো। এরই সূত্র ধরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছ সহ ৯ জুন, বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান পরিচালনা করে বাবুলকে আটক করে।
আটকের বিষয়ে জানতে চাইলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবীর বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাবুকে আটক করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক গাঁজার গাছ জব্দ করি। ভবিষ্যতেও এ ধরেনর অভিজান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ঘটনায় মাদক আইনে মামলা হবে।