মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন শিপের সেমিফাইনালে রবিবার ১৩ই জুন, মাগুরা পৌরসভা ফুটবল একাদশ ও মাগুরা সদর উপজেলা ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে চারটায়। খেলায় দুটি দলের পাল্টাপাল্টি আক্রমণে প্রথমার্ধে কোন দলের প্লেয়াররা গোল নামের সোনার হরিণের দেখা পায়নি।
সতীত্ব প্লেয়ার কে লক্ষ্য করে পৌরসভা দলের প্লেয়ারের একটি অসাধারন কিক। ছবি : দৈনিক মাগুরা
পরে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে পৌরসভা একাদশের ফুটবলাররা সদর উপজেলা ফুটবল একাদশ এর রক্ষণভাগকে পুরোদমে নিজেদের করে নেয়। আক্রমণের এক পর্যায়ে লাভলু ইসলাম মাগুরা পৌরসভা একাদশের একমাত্র জয়সূচক গোলটি করেন। পরে খেলার বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় মাগুরা পৌরসভা ১-০ গোলে মাগুরা সদর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে।
গোল দেওয়ার পর জয়ের আনন্দে প্লেয়াররা। ছবি : দৈনিক মাগুরা
১৪ জুন সোমবার, বিকেল চারটায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে।