মাগুরা শহরের ঢাকা রোড সংলগ্ন সৈকত আবাসিক হোটেল থেকে একটি মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে পুলিশ খবর পেয়ে মরাদেহটি উদ্ধার করে। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা বাহাদুরপুর গ্রামে। নিহত ইব্রাহিম উদ্দিন (৪৭) ওই গ্রামের আবকার আলীর ছেলে।
হোটেল সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম উদ্দিন মঙ্গলবার রাতে আমাদের হোটেলের একটি কক্ষ ভাড়া করে। এ সময় তিনি, তারা বিস্কুট কম্পানির এজিএম হিসেবে নিয়োজিত আছেন বলে আমাদের রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ করেন এবং পরিবারের একটি নম্বর ও যুক্ত করেন তাতে।
হোটেল ম্যানেজার মাসুদুল হক জানান, দুপুরের দিকে আমরা রুম চেকআউটের সময় ওই ব্যক্তির কোন সাড়া শব্দ শুনতে না পেয়ে দরজা ভেঙ্গে তার কক্ষে প্রবেশ করি। এ সময় আমরা তাকে বিছানায় অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখি। তখন বুঝতে পারি লোকটি হয়তোবা মারা গেছে। পরে আমার পুলিশকে বিষয়টি জানায়।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শিকদার আলী জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমাদের পুলিশ যেয়ে লাশের প্রাথমিক সুরতাহাল করেছে। তবে ধারনা করছি এটি স্ট্রক জনিত কারনে তার মৃত্যু হতে পারে। মরাদেহটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত মৃত্যুর কারন জানা যাবে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়া ধীন রয়েছে।