মাগুরায় শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে একজন সহ ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় এদিন ২৯ নমুনা পরিক্ষায় নতুন করে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হল। জেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো ১ হাজার ৯৭১ জন।
শুক্রবার নতুন ৭ জনসহ ১ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলে জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে। আক্রান্তদের ৭৬ জনকে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভতি করা হয়েছে। বাকি ৪৯৫জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১০ হাজার ৫৭৪ জনের। যেখান থেকে রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ২১০ জনের।