1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত | দৈনিক মাগুরা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন

মাগুরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

দৈনিক মাগুরা ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৭৫ জন দেখেছেন
নিহতের স্বজনদের আহজারী
মাগুরা সদর উপজেলার  মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের জেলখানা নামক স্থানে রবিবার ( ৬ আগষ্ট)  দুপুরে ট্রাক চাপায় হাসিব আল হাসান রাব্বি (২২) নামে  এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি মাগুরা শহরতলী এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ ও পরিবারিক  সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে  মোটরসাইকেল চালিয়ে শহরের দোয়ার পাড়ের ভাড়া বাসা থেকে বের হয়ে জেলখানার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় রাব্বি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছবিঃ নিহত রাব্বী

 

নিহত রাব্বি মাগুরা এম সি ই টি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন।
মাগুরার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ, গৌতম চন্দ্র মন্ডল বলেন, ছেলেটি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। ঝিনাইদহ দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )