মাগুরায় “বিজেআরআই তোষা পাট-৮ ( রবি-১) বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আব্দুল আলীম। হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. এ কে এম শাহাদাত হোসেন ও ফরিদপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবি ড. মোঃ মজিবর রহমান। মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।