মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে এ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জাম শিখর, জেলা প্রশাসক আবু নাছের বেগ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।
পরে র্যালী শেষে তারা জেলা প্রশাসকের কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। এ সময় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাছের বেগ।
সভায় বক্তরা বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।