জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরা সিভিল সার্জনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ই জুন ২৩) সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় জেলর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৮ই জুন মাগুরা সহ সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়াতে হবে।
মাগুরাতে জেলাতে পৌরসভা সহ মোট ৩৭টি ইউনিয়ন সহ মোট ৯৩৬টি কেন্দ্রে ১১৮১১৪ জন কে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে।
৬-১১ মাসের সকল শিশুকে একটি নীল রঙের ( ১ লক্ষ আই ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাসের সকল শিশুকে একটি লাল রঙের ( ২ লক্ষ আই ইউ ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানে হবে।