দৈনিক মানবজমিন পত্রিকা ও দৈনিক স্পন্দন পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এস আলম তুহিনের পিতা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শনিবার ২৭মে সকাল সাড়ে ৬ টার দিকে মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের গ্রামের বাড়ি মাগুরা সদরের বারাশিয়া গ্রামে।
মাগুরা শহরের পিটিআই জামে মসজিদ মাঠে বাদ জোহর তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও মাগুরা সহকারি কমিশনার (ভূমি) সদর উপস্থিত ছিলেন। পরে তার নামাজে জানাযা শেষে মাগুরা পৌর গোরস্তান দাফন করা হয়।