মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক ও এক পথচারী সহ দুইজন নিহত হয়েছে। নিহত রোকেয়া বেগম ও আনোয়ার শেখ মরদেহ হাসপাতার মর্গে রাখা হয়েছে।
রামনগর হাইওয়ে থানার এস আই মিজানর রহমান জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ৩টি এ্যাম্বুলেন্স আঘাত করে। দূর্ঘটনা কবলিত বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা রোকেয়া বেগম একটি এ্যাম্বলেন্সের সামনে আটকে যায়। আহতদের উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার দুই জনকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। স্থানীয়নরা বাসটিকে আটক করে।
নিহত আনোয়ার শেখ(৫০) মাগুর শহরের জুতাপট্টি এলাকায় একটি প্রেস মালিক। তার বাড়ি সদর উপজেলার আঠারখাদা গ্রামে। অপর নিহত রোকেয়া বেগম(৫৫) শহরে ফেলে দেয়া পুরাতন প্লাস্টিক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। তার বাড়ি মহম্মদপুর উপজেলার উরুরা গ্রামে।