মাগুরা সদরের ধলহরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আরজ আলী (৪৩) নামের এক ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই ভ্যান চালক মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নের দোড়া মাথনা গ্রামের ফনো শেখের ছেলে।
প্রত্যাক্ষদর্শীদ ও পুলিশ সূত্রে যানা যায়, মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের ধলহরা নামক স্থানে মাগুরা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস সেখানে পৌছালে বাসের সামনের টাইয়ার বাষ্ট হয়ে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা ভ্যান ও একটি ইজিবাইক কে ধাক্কা মারে। এ সময় বাসের ধাক্কায় ভ্যান ও পাশে থাকা ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা বাসের সামনে থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান চালকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বে থাকা চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবার কথা রয়েছে। বাসটি ঘটনা স্থল থেকে আটক করলেও চালক পলাতক রয়েছে।