মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযানে ১০০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ শহরের হাজী সাহেব রোড, শিক্ষা অফিস সংলগ্ন আজিজ ডোর হাউজের সামনে থেকে মঙ্গলবার (২৭ই জুন) রাত সাড়ে ৯টার দিকে দেশীয় মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ লিটার মদ পাওয়া যায়।
গ্রেফতার কৃতরা হলেন, রাজবাড়ি জেলার পাংশা থানার কেওয়া গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে নাজিম উদ্দিন(৬৬) এবং ফরিদপুর জেলার মধুখালি থানার মধুখালি গ্রামের মৃত দুলর সাহার ছেলে কমল কুমার সাহা।
তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।