মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সহায়তায় জেলায় কর্মরত ১৮ জন সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ১৬ আগষ্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিজনকে ১০ হাজার টাকার একটি চেক বিতরণ করা হয়। জেলা তথ্য অফিস ও মাগুরা প্রেস ক্লাব চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে এ চেক প্রদান করেন তিনি। এ সময় জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।