মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় বর্জ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছকিরন বেগম (৫৫) বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের সুরমাউন শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘুল্লিয়া এলাকায় রোবরার সন্ধ্যা ৬টায় ছকিরন বেগম নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন। ওই সময় তিনি বর্জ্রপাতে আহত হয়ে ঘটনা স্থলেই মারা যায়।