1. dainikmagura@gmail.com : magura :
মাগুরার মহম্মদপুরে জানাযার নামাজ শেষে জানা গেলো মৃত ব্যক্তি করোনায় আক্তান্ত- দৈনিক মাগুরা | দৈনিক মাগুরা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরে জানাযার নামাজ শেষে জানা গেলো মৃত ব্যক্তি করোনায় আক্তান্ত- দৈনিক মাগুরা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫০৬ জন দেখেছেন
ছবি : দৈনিক মাগুরা

মাগুরার মহম্মদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাযার পর জানা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আক্রান্তের বিষয়টি পরিবারের লোকজন প্রথমে গোপন রাখলেও জানাযার পর তা স্বীকার করেছেন। এ নিয়ে এখন আতঙ্কগ্রস্থ জানাযায় অংশগ্রহনকারীরা। মৃত ব্যক্তির নাম হাসান বিন সাঈদ মুন্সি (৫৫)। তিনি উপজেলার বালিদিয়া ইউনিয়নের উত্তর মৌশা গ্রামের মৃত সাঈদ মুন্সির ছেলে।

হাসানের স্ত্রী আতিকা আহসান জানান, তার স্বামী শুক্রবার দুপুরে জ্বর ও  শ্বাসকষ্ট  নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতে ফরিদপুর মেলিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরতরা তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী আবু আহসান জানান, হাসানকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তার শরীরে করোনার উপসর্গগুলো বিদ্যমান ছিল। তার রক্তে অক্সিজেনের পরিমান ছিল ৫৩ পার্সেন্ট। অবস্থা গুরুতর দেখে আমরা তাকে ফরিদপুর পাঠিয়ে দেই।

হাসানের স্বজনরা জানান, রবিবার ভোর সোয়া ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হাসান মুন্সি মারা  যান।
ধোয়াইল গ্রামের ইউসুফ সর্দারসহ স্থানীয় কয়েকজন জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের উত্তর মৌশা হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন মাঠে করোনা প্রটোকল না মেনেই হাসানের জানাযা সম্পন্ন করা হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, হাসানের করোনায় আক্রান্তের বিষয়টি জানাযার আগে গোপন রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জনের কাছে শুনেছি হাসানের করোনা ছিল। আমরা এখন গ্রাম বাসি আতঙ্কে আছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, লাশ আনা নেওয়ার সাথে সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )