মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিউনের ফলশিয়া গ্রামের এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইজিবাইক চালকের নাম আব্দুল কাদের (৩৫)।
২৬ জুন শনিবার, বিকেলে হাটবাড়িয়া বাজার এলাকায় পৌছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
নিহত ইজিবাইক চালকের দুইটি মেয়ে রয়েছে। বড় মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার স্ত্রী সন্তান সহ পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এমত অবস্থায় প্রশাসের সহযোগিতা চাই পরিবারটি।