মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার কাঠিগ্রাম ও পুলুম এলাকা থেকে ৫৭টি গাঁজা সহ সাত্তার খন্দকার (৩৩) ও মিরাজ (২০) নামের দুই গাঁজা চাষীকে আটক করেছে। আটক সাত্তার খন্দকার উপজেলার কাঠি গ্রামের আক্তার খন্দকারের পুত্র ও মিরাজ একই উপজেলার পুলুম দক্ষিন পাড়ার মফিজুল ইসলামের পুত্র।
মাগুরা সহকারি সিনিয়র পুলিশ সুপার ( র্সাকেল)মোঃ হাফিজুর রহমান জানান,- গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতাউর রহমানের নেতৃত্বে শালিখা থানা পুলিশ অভিযান চালিয়ে গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম ও কাঠিগ্রাম এলাকা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিরাজ ও সাত্তার খন্দকার নামের দুই গাঁজা চাষীকে ৫৭টি গাঁজা গাছসহ আটক করে।দীর্ঘদিন যাবত তারা বাড়ির পাশে বাগানের গাঁজার চাষ করে আসছিল এবং এই গাঁজা তারা গোপনে উপজেলাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল ।
এ ঘটনায় শালিখা থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।