সংসারে অভাব অনাটন ও দেনার দায়ে মাগুরার শ্রীপুরে বিপ্লব রায় (৪৩) নামে এক ঔষধ ব্যবসায়ী আত্নহত্যা করেছে । ১১ জুন শুক্রবার, বিকালে ঘটনাটি ঘটেছে মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল বাজারে । নিহত বিপ্লব রায় শ্রীপুরের নাকোল গ্রামের বিনয় কুমার রায়ের ছেলে ।
শ্রীপুর থানার ওসি সুকদ্বে রায় জানান, বিপ্লব রায় তার নিজ দোকানে রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে ছিল । দোকানের সাটার অনেক ক্ষণ বন্ধ থাকায় স্থানীয় লোকজন সাটার খুলে ভিতরে প্রবেশ করে দেখে বিপ্লব রশি অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে । এ সময় তারা পুলিশকে খরব দেয় । পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারসহ কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
তিনি আরো জানান, বিপ্লব রায় পেশায় একজন ঔষধ ব্যবসায়ী । সে দীর্ঘদিন নাকোল বাজারে ঔষধ ব্যবসা করে আসছিলেন । ব্যবস্যা পরিচালনা করার জন্য তিনি বিভিন্ন মানুষের নিকট অর্থ লোন করেন । পাশাপশি ছিল তার পরিবারের নানা অভাব অনটন । অর্থের জন্য বিভিন্ন সময় মানুষ তাকে চাপ দিত ।
নিহতের পরিবারে ভাষ্য অনুযায়ী পুলিশ জানায়, লোনের বোঝা মাথায় নিয়ে মানুষিক চাপে আত্নহত্যা করেছেন তিনি।