1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা- দৈনিক মাগুরা | দৈনিক মাগুরা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

মাগুরায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা- দৈনিক মাগুরা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৬৩ জন দেখেছেন

মাগুরায় অনলাইনে ভূূূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা রোববার ৬ জুন বিকালে সদর উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি কমিশনার ভূূূমি পাপিয়া আক্তার, জেলা ফ্যাসিলিটর (এলজিএসপি) শামসুজ্জোহা , রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির ও হাজীপুর ইউপি চেয়ারম্যান মাাজহারুল ইসলাম আখরোট প্রমুখ ।

সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুন ২০২১ এর পর থেকে অনলাইনে ভূূূমি উন্নয়ন কর সাধারণ মানুষ প্রদান করতে পারবে ।

উক্ত তারিখের পর থেকে কোন ব্যক্তি সরাসরি ইউনিয়ন ভূূূমি অফিসে কোন উন্নয়ন কর খাজনা দিতে পারবে না । এখন থেকে মালিকগণ ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই ভূমি উন্য়ন কর পরিশোধ এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন । সভায় সদরের ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সচিব ও ইউপি উদ্যোক্তাগণ অংশ নেয় ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )