1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় আট দিন পর যুবকের খন্ডিত মরাদেহের একটি পা ও মাথা উদ্ধার- খুনি আটক | দৈনিক মাগুরা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

মাগুরায় আট দিন পর যুবকের খন্ডিত মরাদেহের একটি পা ও মাথা উদ্ধার- খুনি আটক

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১০৯৭ জন দেখেছেন
খুনি আশরাফ আলী। ছবি : দৈনিক মাগুরা

মাগুরা শহর থেকে প্রায় ১৩ কি.মি দূরে সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়া নাস দক্ষিণ পাড়া মাসুদ বিক্সসের কাছের একটি পাট ক্ষেতের পাশে রাস্তার কালভার্টের নিচ থেকে খন্ডিত পা ও মাথা উদ্ধার করা হয়।

১৪ জুন সোমবার সন্ধ্যায় র‌্যাবের এক অভিযানে পা ও মাথা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অংশগ্রহন করেন, র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা।

আটককৃত আশরাফ আলীর (৩৪) এর স্বীকারউক্তিতে এ অভিযান চালানো হয়।

আরো পড়ুন: https://www.dainikmagura.com/2021/06/06/%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%89%e0%a6%a6/?fbclid=IwAR0w6yc6GcAgzOc2ud5Kkfj9zBuFH6TxGFZXxGWv7KUTg2WQTYbKwZCBSZk

 

এ বিষয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ অধিনায়ক লেঃ কর্ণেল রওশনুল ফিরোজ জানান, সোমবার দুপুরে যশোরের শার্সা থেকে হত্যা কান্ডের সাথে জড়িত মোঃ আশরাফ আলীকে আমরা আটক করি। তার বাড়ি মাগুরা সদর উপজেলার ৯ নং চাউলিয়া ইউনিয়নের মালী গ্রামে। সে ঔই গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে। তার দেয়া তথ্যমতে আমরা এ অভিযান পরিচালনা করি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে হত্যার কথা সে স্বীকার করেছে। মূলত তারই দেয়া তথ্যমতে আমরা চাউলিয়া ইউনিয়নের ঘোড়া নাস দক্ষিণ পাড়া মাসুদ বিক্সসের কাছে রাস্তার কালভাটে অভিযান পরিচালনা করি।

র‌্যাব-৬ অধিনায়ক আরো বলেন, জিজ্ঞাসাবাদে আশরাফ আরো জানিয়েছে, হিজামা ও হোমিওপ্যাথি ঔশুধের ব্যবসা থেকে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার সাথে জড়িত আজিজুরে সঙ্গে তার পরিচয় হয়। পরে আজিজুর আশরাফের কাছ থেকে তিনটি প্যাকেটে মোট ২১ হাজার টাকার ঔশুধ নেন। এ বাবদে আশরাফকে ৩ হাজার টাকা বেশি দিতে হবে বলে তাদরে মধ্যে চুক্তি ছিলো। কিন্তু এ টাকার ৫০০ টাকা দেন আজিজুর। তাতেই এক পর্যায়ে আশরাফের সাথে আজিজুর তর্কে জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে আশরাফ আজিজুরের গালে সজোড়ে থাপ্পড় মারে।

আশরাফ আলীর হোমিও সেন্টারে এখানে খুন করা হয় আজিজুরকে
ছবি : দৈনিক মাগুরা

 

এ ঘটনায় আজিজুর অজ্ঞান হয়ে পড়ে। পরে আশরাফ তার হোমিও প্যাথি দোকানে তাকে ছুরি দিয়ে ৬ টুকরো করে হত্যা করে।

র‌্যাব আরো জানায়, হত্যার এক পর্যায়ে তার লাশ গুম করার জন্য হত্যাকারী নানা ধরনের কৌশল অবলম্বন করেন। লাশের টুকরো ছোট ছোট ব্যাগে ভরে বিভিন্ন ভাড়া রিক্সায় ও ভ্যানে কাঁঠাল বোঝায় করা এমন বুঝিয়ে লাশ নিয়ে যায়। তার পরে তার সুবিধা মত বিভিন্ন স্থানে লাশের টুকরা ফেলে দেয়।

তবে খুনের বিষয়ে অন্যকেহ জড়িত আছে নাকি জানতে চাওয়া হলে র‌্যাব-৬ জানান, আশরাফ ৫ জুন শনিবার, দুপুরে তার নিজ হোমিওপ্যাথি চেম্বারে আজিজুরকে খুন করে। এ খুনের সাথে মোঃ আশরাফ আলী একাই জড়িত বলেন জানান এ কর্মকর্তারা।

 

উল্লেখ্য, গত ৬ জুন সকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামের একটি রাস্তার ধারে একটি পরিত্যাক্ত পুকুরে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে বস্তার মুখ খুলে হাত বাঁধা অবস্থায় মৃত দেহের বডি পায় পুলিশ। কিছু সময় খোজা খুজির পরে মৃত দেহের বিছিন্ন একটি পা সড়কের পাশে পাওয়া যায়। কিন্তু লাশের মাথা ও আরেকটি পা তখন উদ্ধার করতে পারেনী পুলিশ তখন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )