1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় এসএসসি’৯২ ব্যাচের মিলনমেলা- দৈনিক মাগুরা | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

মাগুরায় এসএসসি’৯২ ব্যাচের মিলনমেলা- দৈনিক মাগুরা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭২ জন দেখেছেন

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা,স্মৃতিচারণ,আড্ডা,প্রীতিভোজ ও নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় এসএসসি’৯২ ব্যাচের মিলন মেলা হয়ে গেল । এ উপলক্ষে এসএসসি’৯২ ব্যাচের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে ব্যাচের শিক্ষার্থীরা মোটর সাইকেল শোভাযাত্রা করে শহরের একটি দূরে সিরিজদিয়া হাওড়ে মিলিত হয় । সেখানে স্মুতিচারণে অংশ নেয় ব্যাচের শিক্ষার্থীরা । পুরানো বন্ধুদের পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কেদেঁ ফেলে,আবার কেউ কেউ আনন্দে সেই বন্ধুকে পেয়ে উৎসবে মিলিত হয় । বেলা বাড়ার সাথে সাথে উৎসের জোয়ার বাড়তে থাকে । চলতে থাকে গান,নাচ আর কবিতা আবৃত্তি ।

দুপুরে প্রীতিভোজ শেষে সবাই আবার সাংস্কৃতিক উৎসবে মিলিত হয় ।বিকালে এ ব্যাচের সাথে যশোর,কুষ্টিয়া ও রবিশালের বন্ধুরা মিলিত হয় । দিনের শেষ ভাগে প্রত্যেক বন্ধুকে দেওয়া হয় উপহার । আয়োজক কমিটির মধ্যে ছিল পান্না,ডাবলু,পলাশ,কচি ও রাজা ।

আয়োজকরা জানান,আগামীতে এসএসসি’৯২ ব্যাচের প্লাটফম তৈরি চলছে । যেকোন বন্ধুর বিভিন্ন বিপদে এ ব্যাচের পক্ষ থেকে আগামীতে সার্বিক সহযোগিতা করা হবে । আগামীবর্ষে আরো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান হবে বলে আয়োজকরা জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )