মাগুরা ‘এ টু জেড’ অনলাইন বাজার গ্রুপে ৩৫ হাজার সদস্য পূতি উৎসব আজ সোমবার সকাল ১১ টায় শহরের কফি হাউজে অনুষ্ঠিত হয়েছে । এডমিন মডারেটর মাগুরা ‘এ টু জেড’ অনলাইন গ্রুপে এ অনুষ্ঠানের আয়োজন করে । সভায় এই প্রতিষ্ঠানের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরে বক্তব্য রাখেন গ্রæপের পরিচালক মারুফ রায়হান,এডমিন শাকিলা রায়হান,মডারেটর শেখ ইলিয়াস মিথুন , শ্রাবন্তী খান কুহু ও তিথী প্রমুখ । সভার জানানো হয়, মাগুরা ‘এ টু জেড’ অনলাইন বাজার একটি অনলাইন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান মাগুরায় ৩ মাসে গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হয়েছে ।
বর্তমানে এই ‘এ টু জেড’ অনলাইন বাজার গ্রæপের সদস্য ৩৫ হাজার ছাড়িয়েছে । হোম ডেলিভারির বিভিন্ন নিত্য পণ্য, নারী ও শিশুদের আধুনিক পোষাক সহ সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করছে এ প্রতিষ্ঠান । গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আরো উন্নত,আধুনিক ও রুচিশীল পণ্য বিপনন করতে বদ্ধ পরিকর এ প্রতিষ্ঠান ।
অনুষ্ঠানে মাগুরা ‘এ টু জেড’ অনলাইন বাজার গ্রæপের ২০ জন সদস্য অংশ নেয় ।