মাগুরার ৪টি উপজেলার ৩৬ ইউনিয়নে করোনা টিকার শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে গণটিকা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা সদরের মা ও শিশু কেন্দ্রে গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ জানান, যারা এখনও পর্যন্ত একটি ডোজও গ্রহণ করেননি তাদের জন্য প্রথম ডোজ। জেলা ৩৬ টি ইউনিয়নে একযোগে টিকা প্রদান করা হচ্ছে। শুধুমাত্র উপস্থিত হলেই টিকা নিতে পারবেন। স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনী আপনার পাশে রয়েছে। আসুন শতভাগ ভ্যাক্সিনেশন কর্মসূচি সবাই মিলে সফল করি।