মাগুরা জেলা গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টবার) মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এসআই (নিঃ) মোঃ সেকেন্দার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দিনভর অভিজান চালিয়ে মাগুরা সদর থানাধীন মাগুরা টু যশোর মহাসড়কে ভায়না টিবি ক্লিনিকপাড়ার আঃ রাজ্জাক বিশ্বাস এর চা ও মুদিখানার দোকানের সামনে হতে উজ্জল শেখের ছেলে মোঃ তারবিন শেখ (২২) ও রাজ্জাক বিশ্বাসের ছেলে মোঃ শাওন বিশ্বাস (১৮) কে টিবি ক্লিনিকপাড়া থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ আটক করে মাগুরা ডিবি পুলিশ।
তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।