মাগুরা শহরের পারনান্দুয়ালী বাসটার্মিনাল এলাকা থেকে এসপি গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। এর সাথে জগিড় থাকার অপরাধে পুলিশ একজনকে আটক করেছে।
আটকের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ কালিমুল্লা্হ জানান, বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী এসপি গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের বক্সের মধ্যে একটি ব্যাগে সোনালী রংগের কালো মুখ বিশিষ্ট একটি বাচ্চা হনুমান পাওয়া যায়। এ সময় বাসের সুপার ভাইজার সুব্রত কুমার সরকে জিজ্ঞাসাবাদে স্বিকার করে সাভার থেকে এক ব্যক্তি ৬০০ টাকা ভাড়া দিয়ে ব্যাগটি তাকে দেয়। সাতক্ষীরার কদমতলা বাজারে রানা নামের এক ব্যক্তির নিকট ব্যাগটি পৌছে দেয়ার কথা ছিলো। মূলত পাচারের উদ্দেশ্যে বিরল প্রজাতির হনুমানটি সাতক্ষীরায় নেয়া হচ্ছিলো।
উদ্ধার হওয়া হনুমানটি মাগুরা সদর থানায় নেয়া হয়। পরবর্তীতে হনুমানটি বনবিভাগের নিকট হস্থান্তর করা হবে। এ বিষয়ে বন সংরক্ষন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।