মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন হয়েছে। এ উপলক্ষেস্বাধীনতার মহান স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ৮টায় শহরের নোমানী ময়দায়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে ভার্চুয়ালী চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সরকারি, বেসরকারিভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে।