1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় টিকা নিতে দীর্ঘ লাইনে  অপেক্ষা সাধারণ মানুষের | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

মাগুরায় টিকা নিতে দীর্ঘ লাইনে  অপেক্ষা সাধারণ মানুষের

এস আলম তুহিন ,মাগুরা
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৮ জন দেখেছেন

নাম সন্ধ্যা রাণী । বয়স ৫৭ বছর । বাড়ি সদরের গোপীনাথপুর । বুধবার সকাল ৯টা থেকে মাগুরা সদর হাসপাতালে এসেছেন টিকা নিতে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি । বয়সের ভাড়ে নুয়ে পড়ছেন তিনি তবু তাকে টিকা নিতে হবে । তাই অপেক্ষার প্রহর গুনছেন তিনি ।

টিকা নিতে আসা সদরের আড়াইশত গ্রামের ৪২ বছর বয়সী নারী কমলা রানী জানান, আগে ভয়ে টিকা নেয়নি কিন্তু এখন সবাই নিচ্ছে দেখে টিকা নিতে এসেছি । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে । দিন দিন করোনা সংক্রমন বাড়তে থাকায় তাই টিকা নেওয়ার সিন্ধান্ত নিয়েছি ।

তাদের মতো সদরের কাটাখালি গ্রামের শফিক,শ্রীকুন্ডী গ্রামের বাবুলসহ অনেকে জানান, জেলায় করোনা সংক্রমন বাড়ছে । তাই রেজিস্ট্রেশন করে টিকা নিতে এসেছি । কিন্তু এসে দেখি প্রচুর মানুষের ভিড় । তাই বাড়ি ফিরে যাচ্ছি । ভাবছি আগামীকাল আসব ।

মাগুরাসহ সারাদেশে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমন । সংক্রমন যতই বাড়ছে মানুষের মাঝে আতংক ছড়িয়ে যাচ্ছে । ইতিমধ্যে সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন চলছে । শহরে সাধারণ মানুষকে বিধি নিষেধ মানাতে প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে । তবুও মানুষ ঘর থেকে বের হচ্ছে আর নানা প্রশ্নের সম্মুখিত হতে হচ্ছে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে । এরই মাঝে হঠাৎ শহরসহ গ্রামের সাধারণ মানুষের মাঝে টিকা নেওয়ার প্রবণতা বৃদ্ধি পয়েছে । গত কয়েকদিনের মধ্যে আজ বুধবার টিকা নেওয়ার প্রার্থীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ ।

সরজমিন বুধবার সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ,সকাল ৯টা থেকে শত শত মানুষ টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে । সদর হাসপাতালের প্রাঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষ সড়কে দাঁড়িয়ে অবস্থান করছে । সেখানে পুরুষের পাশাপশি অধিকাংশ নারীরা অপেক্ষা করছেন টিকা নিতে । অনেকে আবার দীর্ঘ লাইন দেখে বাড়িতে ফিরে যাচ্ছেন । লাইনে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেখানে তবুও সাধারণ মানুষ টিকা নেওয়ার অপেক্ষা করছে ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, পূর্বে মানুষের টিকা নেওয়ার প্রতি আগ্রহ কম ছিল । কিন্তু বর্তমানে করোনা সংক্রমন বাড়ায় সাধারণ মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে ।

করোনা সংক্রমন প্রতিরোধে ইতিমধ্যে সুষ্টু ভাবে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ওয়াজেদা প্রাথমিক বিদ্যালয়,আবালপুর মাধ্যমিক বিদ্যালয়,নিজনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী চলছে ।

এ ছাড়া শহরের মধ্যে আরো দুটি বুথের ব্যবস্থা করা হচ্ছে । মানুষের মাঝে আরো আগ্রহ বাড়লে টিকা দেওয়ার বুথের সংখ্যা আরো বাড়বে । তাছাড়া মাগুরা সদর হাসপাতালের নাসিং ইন্সিটিউটে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )