মাগুরায় পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে চৌরঙ্গী মোড় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জজকোট এলাকায় এসে শেষ হয়। এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম,পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলসহ অন্যান্যরা।
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল পৌরবাসীকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হবো। সকলকে বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখা, বাড়ির ছাদে ফুলের টব,ফেলে রাখা গাড়ির টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা ডিম পড়ে বংশ বিস্তার করে। এ কারনে কোথাও পানি জমে থাকলে সেটা পরিস্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে।