1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন | দৈনিক মাগুরা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

মাগুরায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

মাগুরায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে শুক্রবার রাত ৮ টায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী এ জেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া,ঢাকা বাংলা একাডেমীর উপ-পরিচালক রোকসানা পারভিন স্মৃতি,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ । আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে ।
দুইদিন ব্যাপী এ সাহিত্য মেলা শনিবার থেকে শুরু হয়ে চলবে রবিবার পর্যন্ত । প্রথমদিনে সকালে থাকছে প্রবন্ধ পাঠ । প্রবন্ধ পাঠে অংশ নেবে কবি ও প্রাবন্ধিক শিকদার ওয়ালিউজ্জামান,কমল হাসান ও সুদেব চক্রবতী । প্রবন্ধের বিষয়- “মাগুরা জেলার কথাসাহিত্য ও নাটক”,মাগুরা জেলার সাহিত্য ও সংস্কৃতি ও মাগুরা জেলার কবিতা,ছড়া ও পুথি সাহিত্য” । দুপুরে থাকছে লেখক কর্মশালা । কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করবেন মাগুরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: আবু সাঈদ মোল্যা ও শ্রীপুর জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ড.নজরুল ইসলাম ।

সমাপনী দিনে থাকছে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ । এতে অংশ নেবে ৪ উপজেলার বিভিন্ন সাহিত্য সংগঠনের কবি ও সাহিত্যিকগণ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )