মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ধান ক্ষেতে সার দিতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মুক্তার আলী।
নিহতের স্বজনেরা জানান, মুক্তার আলী মাঠে সার দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতে যায়। আকাশ মেঘলা দেখে জমিতে সার দিলে ভালো হবে এই ভেবে মাঠে যায়। পরে বৃষ্টি ও আকাশে বিদুৎ চমকাল তার ধান ক্ষেতে বজ্রপাত হয়। এ সময় তিনি ওই ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। তার শরীরে বজ্রপাতে পড়লে মাঠের অন্যপাশের কাজে থাকা কৃষকেরা বুঝতে পেরে তাকে হসপিটালে নেবারর পথে তার মৃত্যু হয়।
মুক্তার আলীর মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানা গেছে।