মাগুরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা।
গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান সহ অন্যরা।
সভায় পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা মাদক নিয়ন্ত্রন ও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের সবার সহযোগিতা কামনা করেন।