1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় নানা আয়োজনের মধ্যে দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

মাগুরায় নানা আয়োজনের মধ্যে দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৫২ জন দেখেছেন

মাগুরার ঐতিহ্যবাহি দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তণ ও বর্তমান ছাত্রীরা আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয় । পরে শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আব্দুল নঈম প্রমুখ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মৃতিচারণ,আড্ডা,র‌্যাফেল ড্রসহ নানা উৎসবে মিলিত হয় । সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীবৃন্দ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবকে আরো অনন্দমুখর করতে রাতে আতশরাশির আয়োজন হবে । সমগ্র এ উৎসবে বিদ্যালয়ে প্রায় ৭ শত শিক্ষার্থী,অভিভাবক ও সুধীজন অংশ নেয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )