1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় নারীদের নকশি কাঁথা ও ভার্মী কম্পোষ্ট প্রশিক্ষণ শুরু | দৈনিক মাগুরা
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

মাগুরায় নারীদের নকশি কাঁথা ও ভার্মী কম্পোষ্ট প্রশিক্ষণ শুরু

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ জন দেখেছেন

মাগুরা জেলার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মস্থান বৃদ্ধির কর্মসূচীর আওতায় গতকাল শনিবার ২ সপ্তাহব্যাপী নকশি কাঁথা ও ভার্মী কম্পোষ্ট প্রশিক্ষণ শুরু হয়েছে ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা অঙ্গন নারী ও শিশু উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে ।
সকাল ১০ টায় শহরের কলেজ পাড়াস্থ সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অঙ্গন নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী জেনিজ ফারজানা ।

২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করবেন নকশি কাথাঁয় নাজনীন নাহান ও ভার্মী কম্পোষ্টে নার্গিস পারভীন । এ প্রশিক্ষণে মাগুরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ৫০ জন নারী অংশ নিয়েছে । সংস্থার প্রধান কাজী জেনিজ ফারজানা , মাগুরা জেলার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মস্থান বৃদ্ধির জন্য আমার সংস্থা কাজ করে যাচ্ছে । এ পর্যন্ত নকশি কাঁথার ৬টি ব্যাচ ও ভার্মী কম্পোষ্ট প্রশিক্ষণের ৫ম ব্যাচ সফলতার সাথে শেষ হয়েছে ।

আজ নকশি কাঁথার ৭ম ব্যাচ ও ভার্মী কম্পোষ্টের ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো । আমরা নারীদের অত্যন্ত দক্ষতার সাথে সেলাই প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা বাড়িতে বসে কিছু করতে পারে । পাশাপশি আমার এ সংস্থা শালিখা উপজেলার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মস্থান বৃদ্ধির আলোকে নকশি কাঁথা ও ভার্মী কম্পোষ্ট প্রশিক্ষণ প্রদান করছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )