মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে পুলিশি নির্যাতনে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সালাম শেখ (৫৩) রায় নগর গ্রামের আছির উদ্দিনের ছেলে।
বিকাল চার টার দিকে ওয়াপদা বাজারে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে এক যাত্রীর সাথে নিহত সালাম শেখ বাক বিতান্ডায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে ঐ যাত্রী 999 ফোন দিয়ে লাঞ্চিত হওয়ার অভিযোগ করে। তারই ফলে স্থানীয় নাকোল পুলিশ ফাঁড়ির এস আই জামাল ঘটনা স্থলে উপস্থিত হয়।
এ সময় ঘটনা স্থলে উপস্থিত থাকা অনেকে এবং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রশিদ মুহিত জানান, এস আই জামাল নিহত সালাম শেখকে লাথি ও কিল ঘুষি মারে। এক পর্যায়ে নিহত সালাম শেখ মাটিতে পড়ে যায়। তখন তাকে তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে তুলে নাকোল ফাঁড়িতে নিয়ে যায় এবং সেখানেও পুনরায় নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লে ওয়াপদা বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় সড়কে আগুন জালিয়ে ও গাছ ফেলার ফলে প্রায় এক ঘন্টা সড়ক বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহতরে পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।
প্রাথমিক ভাবে অভিযুক্ত এস আই জামালকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এঘটনায় পুলিশ সুপার জহিরুল ইসলাম ও জেলা প্রশাসক ঘটনা স্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। এবং ঘটনা সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।