1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ | দৈনিক মাগুরা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৯ জন দেখেছেন

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব (২৩) নামে এক কলেজছাত্র ও শ্রীপুরের টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে জিসান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার ১৪ই ফেব্রুয়ারি  বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় দ্রুত গতির কারনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবির হোসেন নিরব নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত নিরব সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। নিহতের গ্রামের বাড়ি মাগুরা পৌর এলাকার পাল্লা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। তারা মাগুরা শহরের কলেজ পাড়ার একটি বাসাতে ভাড়া থাকতো।

অন্যদিকে, সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের গোয়ালদহে সার্কাস দেখে বাড়িতে ফেরার পথে টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে ষষ্ঠ শ্রেণির ছাত্র জিসান শেখ আহত হয়। আহত অবস্থায় তাকে দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিসান রাজাপুর গ্রামের কিরন শেখের ছেলে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )